Header Advertisement

Sobar Desh | সবার দেশ শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ১১ মে ২০২৫

আপডেট: ২২:৩০, ১১ মে ২০২৫

হোমনায় যুবলীগ নেতা গ্রেফতার, আতঙ্কে অন্য নেতাকর্মীরা

হোমনায় যুবলীগ নেতা গ্রেফতার, আতঙ্কে অন্য নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১১ মে) দুপুরে হোমনার মাথাভাঙা ইউনিয়নের মহিষমারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা সবার দেশকে বলেন, কুমিল্লার তিতাস থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় আনিসুল ইসলাম রুবেল এজাহারনামীয় আসামি ছিলেন। মামলাটির তদন্তের অংশ হিসেবে হোমনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে, পরে আইনগত প্রক্রিয়া শেষে রুবেলকে তিতাস থানায় হস্তান্তর করা হয়।

এদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে হোমনা ও আশপাশের এলাকায় দলটির নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বিভিন্ন এলাকায় মামলার ভিত্তিতে একের পর এক গ্রেফতারের ঘটনায় অনেকে এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম