Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৫, ১০ মে ২০২৫

ফ্যাসিস্ট হাসিনা শাসনামলের গুম-খুনের প্রামাণ্যচিত্র প্রদর্শন

মধ্যরাতের শাহবাগ, নিরব রাতের গর্জন

মধ্যরাতের শাহবাগ, নিরব রাতের গর্জন
শুক্রবার (৯ মে) দিনগত রাত ১ টার দিকে তোলা। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে শুক্রবার (৯ মে) দিনগত রাত ১টার দিকে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের প্রামাণ্যচিত্র প্রকাশ্যে প্রদর্শন করা হয়েছে। শাহবাগ মোড়ে চলমান অবস্থান কর্মসূচির অংশ হিসেবে এই ব্যতিক্রমী কার্যক্রমের আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রামাণ্যচিত্রে র‍্যাব-পুলিশের কথিত ক্রসফায়ার, বিরোধী দলীয় নেতাকর্মীদের অপহরণ ও খোঁজ না মেলা, কারাগারে নির্যাতন, সাংবাদিক নির্যাতন, এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের বিভিন্ন ভিডিও চিত্র ও সাক্ষ্য প্রদর্শন করা হয়। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

নিরব রাতে এক গর্জন

আয়োজকরা বলেন, এ নিরব মধ্যরাতে আমরা নিখোঁজ মানুষদের কণ্ঠকে তুলে ধরতে চাই। রাষ্ট্র যখন চুপ, তখন প্রামাণ্যচিত্রই আমাদের প্রতিবাদের ভাষা।

তারা আরও জানান, প্রামাণ্যচিত্রটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে প্রদর্শনের জন্য।

অনেকে লাঠিতে লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন—‘গুমের দায় শেখ হাসিনার’, ‘গণতন্ত্রের কবর রচনার দায় মোছা যাবে না’—এমন সব স্লোগান লেখা ছিল তাতে।

প্রতিক্রিয়া

ছাত্র-জনতার এ নৈশ প্রদর্শনীতে শত শত মানুষ অংশ নেয়, মোবাইলে ভিডিও ধারণ করে, সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারও করা হয়। বেশ কিছু বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ ধরনের ব্যতিক্রমী মধ্যরাতের প্রতিবাদ কর্মসূচিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাংস্কৃতিক প্রতিরোধের নতুন অধ্যায়।

সবার দেশ/কেএম