বদনা থেকে বেদনা: সাবেক এমপি মোরশেদ ধরা
নিশ্ছিদ্র রাজনীতির জাদুকর, পতিত আওয়ামী লীগের তিনবারের নিশিভোটের এমপি, শতভাগ বিজয়ী, মিডিয়ার মোগল, আর জনগণের মুখে মুখে ‘বদনা ভাই’ খ্যাত সাবেক এমপি মোরশেদ আলম— অবশেষে তার বহুল চর্চিত ‘দুর্নীতির গ্রিনপাস’ হারিয়ে ফেললেন। এবার গুলশানের বিলাসবহুলতা থেকে সরাসরি ডিবির ডিটেইন রুমে!