বৈশাখী ছোঁয়ায় সাজান অন্দরমহল
বছরের অন্যান্য দিনের মতো নয় পহেলা বৈশাখ। রেস্তোরাঁর মেন্যু থেকে পোশাক, পাতে পদ আর ঘরের সাজ—সব কিছুতেই চাই সাবেকি বাঙালিয়ানা। আধুনিক অন্দরসজ্জার ফাঁকেও যদি থাকে একটুখানি মাটির গন্ধ, কুলোর রং, পাখার নকশা, রজনীগন্ধার সুবাস—তবেই তো জমবে নববর্ষ।