ওহে বাজি! চুরির দানে আল্লাহ নহে রাজি
ডাকু মনসুরের নাম তো আমরা অনেকেই শুনেছি, এ নামে একটি ছায়াছবিও নির্মিত হয়েছিল বাংলাদেশে। ডাকু মনসুর ধনী লোকদের সম্পদ লুণ্ঠন করে এনে দরিদ্রদের মাঝে দান করে দিতো। তখনকার সময়ে সে অনেকেরই প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন তিনি। তার এরকম কাজের জন্য দরিদ্র জনগোষ্ঠী তাকে মহৎ ব্যক্তি হিসেবে জানতো, ভালবাসতো।
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:৩৮