পুড়ছে ইসরায়েল, সাহায্যের প্রস্তাব ফিলিস্তিনের
জেরুজালেমের উপকণ্ঠে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইসরায়েল। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে নেভে শালোম, বেকোয়া, তাওজ, মেভো হোরন, মিশমার আয়ালন ও নাচশন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।