গণঅভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি: আহতদের মাথার খুলি ছিলো না
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে আনা আহতদের অবর্ণনীয় চিত্র তুলে ধরেছেন হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহত ১৬৭ জনের অধিকাংশের মাথার খুলি ছিলো না।
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ০২:১২