ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও চিন্তার কারণ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক চিত্র
স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন ভর্তি হওয়া ২৯ জনের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের অঞ্চল থেকে সর্বাধিক ২২ জন, চট্টগ্রাম বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন, ঢাকা বিভাগের বাইরের এলাকা থেকে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন এবং ঢাকা দক্ষিণ সিটিতে তিন জন রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৭ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের চিত্র
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২,৫৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১.২ শতাংশ পুরুষ এবং ৩৮.৮ শতাংশ নারী। চলতি বছর এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।
২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, বছরজুড়ে মোট ১,০১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন। তার আগের বছর, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল রেকর্ড ১,৭০৫ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩,২১,১৭৯ জন।
সতর্কবার্তা
বিশেষজ্ঞরা বলছেন, এবার বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু সংক্রমণের সংখ্যা বাড়ছে, যা আগাম সতর্কতা ও প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরছে। স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগের সম্মিলিত উদ্যোগ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে।
স্বাস্থ্য অধিদফতর নাগরিকদের মশা নিধন, পানি জমে থাকা রোধ এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।
সবার দেশ/কেএম