Header Advertisement

Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:১০, ১ মে ২০২৫

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সময়সূচী নির্ধারণ 

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সময়সূচী নির্ধারণ 
ফাইল ছবি

আগামী মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। শুরুতে ওয়ানডে ফরম্যাটে সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নিলেও দুই বোর্ডের সিদ্ধান্তে সে সিরিজ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তাইতো আসন্ন সিরিজকে সামনে রেখে সময়সূচী ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

বুধবার (৩০ এপ্রিল) পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বছর আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায়, উভয় ক্রিকেট বোর্ড পারস্পরিক সম্মতিতে তিনটি ওয়ানডে ম্যাচের পরিবর্তে আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ যোগ করতে রাজি হয়েছে। 

২৫ ও ২৭ মে সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন ও ৩ জুন। সব কটি ম্যাচই শুরু হবে পাকিস্তানের সময় রাত ৮টায়, বাংলাদেশের রাত ৯টায়।

উল্লেখ্য দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ইকবাল স্টেডিয়ামে। এ ভেন্যুতে ২০০৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো। সেখানেও পাকিস্তানের বিপক্ষে খেলেছিলো বাংলাদেশ তবে টি-টোয়েন্টি নয় সেইবার দুইদল খেলেছিলো ওয়ানডে।

সবার দেশ/কেএম