Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ২৩ এপ্রিল ২০২৫

একক মহানগর সরকার গঠনের সুপারিশ

ঢাকার দুই সিটিকে ফের এক করার প্রস্তাব

ঢাকার দুই সিটিকে ফের এক করার প্রস্তাব
ফাইল ছবি

স্থানীয় সরকার সংস্কার কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে একত্রিত করে একক মহানগর সিটি করপোরেশন গঠনের সুপারিশ করেছে।

কমিশনের মতে, বর্তমান বিভক্ত কাঠামোয় নাগরিকদের কাঙ্ক্ষিত মানের সেবা প্রদান সম্ভব হচ্ছে না। এ প্রস্তাবের চূড়ান্ত প্রতিবেদন গত ২০ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়।

প্রস্তাবের মূল বিষয়সমূহ:

  • ২০টি সিটি কাউন্সিল: ঢাকা মহানগরীকে ২০টি অঞ্চলভিত্তিক সিটি কাউন্সিলে ভাগ করার পরিকল্পনা করা হয়েছে, যেমন মিরপুর, গুলশান, উত্তরা, ধানমন্ডি ইত্যাদি। প্রতিটি কাউন্সিলে ৯ থেকে ১৫টি ওয়ার্ড থাকবে।
  • নির্বাচন প্রক্রিয়া: ওয়ার্ড কাউন্সিলররা সরাসরি ভোটে নির্বাচিত হবেন, যার এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত। সিটি কাউন্সিল ও মহানগর মেয়র কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন। বাইরের যোগ্য ব্যক্তিরাও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
  • কাউন্সিলের দায়িত্ব: সিটি কাউন্সিলগুলো জননিরাপত্তা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় রাস্তা রক্ষণাবেক্ষণ ও ব্যবসায়িক লাইসেন্স প্রদানের মতো সেবা দেবে। স্থানীয় কর সংগ্রহের দায়িত্বও তাদের। সিটি করপোরেশন সমন্বয়কারী ভূমিকা পালন করবে।
  • স্বতন্ত্র প্রশাসন: প্রতিটি সিটি কাউন্সিলের নিজস্ব প্রশাসন ও বাজেট থাকবে, যা স্থানীয় সেবার মান বাড়াবে।

প্রস্তাবিত অঞ্চলসমূহ: 

কমিশনের প্রতিবেদনে ২০টি সম্ভাব্য সিটি কাউন্সিলের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বনানী-বারিধারা-গুলশান, মিরপুর, উত্তরা, ধানমন্ডি, মতিঝিল, কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, ডেমরা, তেজগাঁও ইত্যাদি।

উল্লেখ্য, ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হয়ে ২০১২ সালে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন গঠিত হয়। এর আগে ১৮৬৪ সালে ঢাকা পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯০ সালে সিটি করপোরেশনের মর্যাদা লাভ করে।

বিশেষজ্ঞ মতামত: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবীর বলেন, দুই সিটি করপোরেশনের কাঠামো সেবার মান নিশ্চিত করতে সহায়ক হলেও মেয়র নির্বাচনে সরাসরি ভোটাধিকার বজায় রাখা গণতান্ত্রিক চর্চার জন্য অপরিহার্য।

প্রতিক্রিয়া ও সম্ভাবনা:

কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন আট সদস্যের এ কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে ঢাকার প্রশাসনিক ও নাগরিক সেবার কাঠামোয় আমূল পরিবর্তন আসতে পারে। তবে, এ পরিবর্তনের জন্য আইনি ও রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।

এ প্রস্তাব নিয়ে জনমত গঠন ও বাস্তবায়নের দিকে এখন সবার দৃষ্টি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন