Header Advertisement

Sobar Desh | সবার দেশ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৪, ৩ মার্চ ২০২৫

আপডেট: ২৩:১৫, ৩ মার্চ ২০২৫

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন
ছবি: সবার দেশ

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার অযৌক্তিক ও বৈষম্যমূলক আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। 

সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আইন ও ভূমি ব্যবস্থাপনা, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ ও আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।  

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো— ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি বাতিল চাই’, ‘বিপিএসসি পারলে বার কাউন্সিলের কী হলো?’, ‘আমাদের দাবি মানতে হবে’, ‘বার কাউন্সিল সুবিবেচিত সিদ্ধান্ত নিন’, ‘৪০২০ টাকা মগের মুল্লুক!’ ইত্যাদি।  

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৪,০২০ টাকা নির্ধারণ করা অযৌক্তিক ও বৈষম্যমূলক। তারা বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার ফি কমানো হলেও বার কাউন্সিল ফি কমানোর কোনো উদ্যোগ নেয়া হয়নি। প্রথমে ১,০৮০ টাকা, পরে ফর্ম ফিলাপে আবার ৪,০২০ টাকা নেয়া হচ্ছে। নবীন আইনজীবীদের জন্য এটি এক ধরনের শোষণ। 

আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহাগ বলেন, ‘বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখানে ৭০০ বা তারও বেশি ফি ছিল, তা ২০০ টাকায় কমানো হয়েছে। আমরা দেখেছি যে, ফ্যাসিবাদের করা নিয়ম এখনো পরিবর্তন করা হয়নি। সে ফি এখনো ৪ হাজার ২০ টাকা করা হয়েছে। আমরা বার কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, এ অন্যায্য ফি কমিয়ে আমাদের বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ প্রদান করার জন্য।’

আরও পড়ুন<<>> ইবিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন বলেন, আমাদের দাবি ন্যায়সংগত। বাংলাদেশ বার কাউন্সিলের উচিত শিক্ষানবিশদের সুযোগ-সুবিধার বিষয়টি বিবেচনা করা। ঢাকার বাইরে থেকে পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের যাতায়াত ও থাকা-খাওয়ার বাড়তি খরচের পাশাপাশি এ উচ্চ ফি চাপ সৃষ্টি করছে। বিশ্বের অন্যান্য দেশে শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা দেয়া হয়, অথচ আমাদের ক্ষেত্রে উল্টো বৈষম্যমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে।

একই বিভাগের সাদিকুল ইসলাম বলেন, বার কাউন্সিল অভিভাবকের দায়িত্ব পালন না করে আমাদের শোষণ করতে চাইছে। এটি শুধু আবেদন ফি নয়, বরং শিক্ষানবিশ আইনজীবীদের জন্য একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বার কাউন্সিল পরীক্ষার ফি নির্ধারণ করা হোক।  
 
শিক্ষার্থীরা বার কাউন্সিল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ফি কমিয়ে শিক্ষানবিশ আইনজীবীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তারা দ্রুত এ অযৌক্তিক ফি পুনঃনির্ধারণের আহ্বান জানান।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়: