Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:৪২, ২ মে ২০২৫

আপডেট: ০৪:৪৭, ২ মে ২০২৫

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান নাহিদের

আ’লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ

আ’লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ
ফাইল ছবি

দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং নিষিদ্ধ ঘোষণার দাবিতে আজ শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কর্মসূচিতে গণভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে মুজিববাদী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে ছাত্র-জনতা উৎখাত করেছিলো। অথচ আজও এ দলটি তাদের ব্যানারে প্রকাশ্যে রাজপথে নামার সাহস দেখাচ্ছে—এটি প্রমাণ করে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দলটিকে নিষিদ্ধ করা বা বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেড় দশক ধরে বাংলাদেশে একাধিক গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত। পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতের শাপলা চত্বরের গণহত্যা, মোদিবিরোধী আন্দোলন ও সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না এ দলটি।

তিনি আরও বলেন, বিরোধী নেতাকর্মীদের গুম, খুন, ক্রসফায়ার ছিলো এ সরকারের রুটিন অপরাধ। এসবের দায় শুধু ব্যক্তি পর্যায়ে নয়—দলগতভাবেও আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে।

নাহিদ জানান, ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার যুবলীগসহ আওয়ামী লীগের সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার দাবি তুলে ধরে তিনি বলেন, বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করতে হবে।

তিনি বলেন, একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারেই আমরা ৫ আগস্টের গণ-অভ্যুত্থান করেছিলাম। শহিদদের স্মৃতির প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে হলে আওয়ামী লীগের অপরাধের বিচার করতে হবে এবং এ দলের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশবাসী ও বিপ্লবী ছাত্র-জনতার উদ্দেশে নাহিদের আহ্বান—দলে দলে রাস্তায় নামুন, এ অপশক্তিকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করুন।

এনসিপির এ বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম