Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ৩০ এপ্রিল ২০২৫

পেট্রোবাংলার সাফল্য: দুই মাস আগেই সব দেনা পরিশোধ

পেট্রোবাংলার সাফল্য: দুই মাস আগেই সব দেনা পরিশোধ
ফাইল ছবি

পেট্রোবাংলা নির্ধারিত সময়সীমার (৩০ জুন ২০২৫) দুই মাস আগেই গ্যাসের মেয়াদোত্তীর্ণ সব দেনা পরিশোধ করেছে। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার সময় পেট্রোবাংলার মোট দেনা ছিল ৭৩৭.৪৬ মিলিয়ন মার্কিন ডলার (৮,৭০২ কোটি টাকা)। এ পর্যন্ত বকেয়াসহ ৩,৭৩৯.৯৫ মিলিয়ন মার্কিন ডলার (৪৫,২৫৩ কোটি টাকা) পরিশোধ করা হয়েছে। এর মধ্যে মার্চ ও এপ্রিলে যথাক্রমে ৬৫৪.৭০ মিলিয়ন ও ৭৯০.৭৩ মিলিয়ন ডলারসহ মোট ১,৪৪৫.৪১ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়।

পরিশোধের খাত:  

  • আন্তর্জাতিক তেল কম্পানি (আইওসি) শেভরন ও তাল্লো।  
  • দীর্ঘমেয়াদি চুক্তির এলএনজি সরবরাহকারী কাতার এনার্জি ও ওকিউটি।  
  • স্পট মার্কেটের এলএনজি সরবরাহকারী।  
  • দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)।  
  • ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) ঋণ ও সুদ।  

৩০ এপ্রিল পর্যন্ত পেট্রোবাংলার কোনো মেয়াদোত্তীর্ণ দেনা অবশিষ্ট নেই।

সাফল্যের কারণ:  

  • গ্যাস বিতরণ ও উৎপাদন কম্পানির কাছ থেকে পাওনা আদায়ে মাসভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ।  
  • বিদ্যুৎ ও সার খাতের বকেয়া গ্যাস বিল আদায়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়।  
  • গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ।  
  • স্ট্যান্ড বাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) ইস্যু ও আমদানি বিল পরিশোধে ব্যাংকের সংখ্যা বৃদ্ধি।  
  • বাংলাদেশ ব্যাংকের বিশেষ পদক্ষেপ।  
  • বিপিসি থেকে ২,০০০ কোটি টাকা ঋণ, জ্বালানি ও অর্থ বিভাগের অনুমোদনে।  

প্রভাব:  

  • দেশের ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক প্রভাব।  
  • স্পট মার্কেটে সরবরাহকারীদের আস্থা বৃদ্ধি, ফলে কম প্রিমিয়ামে এলএনজি আমদানির সম্ভাবনা।  
  • দীর্ঘমেয়াদি চুক্তির সরবরাহকারীদের নিয়মিত কার্গো শিপমেন্টে ঝুঁকিমুক্ত সরবরাহ চেইন নিশ্চিত।  

পেট্রোবাংলা জানায়, এ অর্জন জ্বালানি খাতে স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিফলন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।  

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: