Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৭, ২ মে ২০২৫

আপডেট: ১৪:৪৮, ২ মে ২০২৫

চার মাস পর ফিরছেন ‘গণতন্ত্রের মা’, সফরসঙ্গী ৮ জন

খালেদা জিয়া দেশে ফিরছেন সোমবার

খালেদা জিয়া দেশে ফিরছেন সোমবার
ফাইল ছবি

চার মাসের চিকিৎসা-নিবাস শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার, ৫ মে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন তিনি।

বিষয়টি ‘সবার দেশ’-কে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নত। চিকিৎসকদের সবুজ সংকেত পেয়েই তার ফেরা নিশ্চিত হয়েছে।

লন্ডন থেকে ফিরছেন ৮ সফরসঙ্গী নিয়ে

সাবেক এ প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরছেন তার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। সফরসঙ্গী আরও রয়েছেন বিএনপির চিকিৎসক দল, ব্যক্তিগত সহকারী এবং দীর্ঘদিনের পরিচারিকারা। মোট আট সদস্যের এ দলটিতে রয়েছেন—

  • ডা. জোবায়দা রহমান
  • সৈয়দা শর্মিলা রহমান সিঁথি
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন
  • ডা. আমিনুল হক চৌধুরী
  • এপিএস মাসুদুর রহমান
  • গৃহপরিচারিকা ফাতেমা বেগম
  • গৃহপরিচারিকা রূপা হক

এয়ার অ্যাম্বুলেন্স নয়, তবে বিশেষ ব্যবস্থা

বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার যাত্রার জন্য পুরোপুরি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা না পাওয়া গেলেও, ফ্লাইটে তার চিকিৎসা ও নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরো বিষয়টি তদারকি করছেন।

মুক্তি ও চিকিৎসা পর্ব

২০১৮ সালে একটি দুর্নীতি মামলায় গ্রেফতারের পর কারাগারে ছিলেন খালেদা জিয়া। পরে করোনা মহামারির সময় তাকে ‘সরকারের বিশেষ বিবেচনায়’ মুক্তি দেয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট, ছাত্র-জনতার গণআন্দোলনে সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে পুরোপুরি মুক্তি পান তিনি।

এরপর আদালত সে দুর্নীতিমূলক মামলার রায় বাতিল করে। ৮ জানুয়ারি লন্ডনে নেয়া হয় উন্নত চিকিৎসার জন্য। লন্ডন ক্লিনিক থেকে ২৫ জানুয়ারি তাকে নেয়া হয় তারেক রহমানের বাসভবনে। সেখানেই ঈদ উদযাপন করেন পরিবারের সঙ্গে, অর্ধযুগ পরে পরিবারের সঙ্গে ঈদ ছিলো এটি।

নানা শারীরিক জটিলতা, তবু দেশে ফেরার মানসিক শক্তি

৭৯ বছর বয়সী এ নেত্রী দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন। লন্ডনে তার পূর্ণাঙ্গ মেডিকেল চেকআপ চলছে। তবে চিকিৎসকরা মনে করছেন, দেশে ফেরার মতো শারীরিক প্রস্তুতি এখন তার রয়েছে।

ফেরার বার্তায় রাজনৈতিক উত্তাপ

খালেদা জিয়ার এ প্রত্যাবর্তন শুধু একজন নেত্রীর দেশে ফেরা নয়—এটি বিএনপির রাজনৈতিক শক্তিমত্তা ও পুনঃউত্থানের বার্তা হিসেবেই দেখছে দলটি। অনেকেই মনে করছেন, চলমান জাতীয় পুনর্গঠনের প্রেক্ষাপটে গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার দেশে ফেরা নতুন মাত্রা যোগ করবে।

সবার দেশ/কেএম