Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ২ মে ২০২৫

আওয়ামী লীগ রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে

মুজিববাদকে অস্বীকার করেছে জনগণ: নাহিদ ইসলাম

মুজিববাদকে অস্বীকার করেছে জনগণ: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্টে বাংলাদেশের জনগণ একটি ঐতিহাসিক রায় দিয়েছে—এ দল আর দেশে রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি

নাহিদ ইসলাম বলেন, যে আলোচনা এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে—তা হচ্ছে সংস্কার, নির্বাচন এবং আওয়ামী লীগের বিচার। এ তিনটি পরস্পরবিচ্ছিন্ন নয়, বরং একে অপরের সহায়ক। এসবের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথ রচিত হতে পারে।

তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষ মুজিববাদকে অস্বীকার করেছে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এ দল এখন জনরোষে পড়ে রাজপথ ছেড়েছে, নেতারা দেশ ছাড়ছে। তাই এ মুহূর্তে আলোচনার বিষয় হতে পারে না যে তারা রাজনীতি করতে পারবে কি না—বরং প্রশ্ন হওয়া উচিত, তাদের আইনি পরিণতি কী হবে।

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন

নাহিদ বলেন, বাংলাদেশে নির্বাচন সবসময় দ্বন্দ্বের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য শুধু প্রাতিষ্ঠানিক কাঠামো নয়, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, পারস্পরিক আস্থা এবং সংস্কৃতির পরিবর্তন জরুরি।

মৌলিক সংস্কারের জন্য ঐক্য দরকার

নাহিদের মতে, সকল রাজনৈতিক দল সংস্কারের কথা বললেও মৌলিক সংস্কারের জায়গায় ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এ সংস্কারের মাধ্যমেই শাসনব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তরের নকশা তৈরি হতে পারে। তা না হলে জনগণের আকাঙ্ক্ষা কখনোই বাস্তবায়ন হবে না।

সবার দেশ/কেএম