মে দিবসের শ্রমিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান
সবার আগে বাংলাদেশই আমাদের একমাত্র লক্ষ্য

সবার আগে বাংলাদেশ। এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য।’—মহান মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ মে) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নয়াপল্টনের সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত দেড় দশকে আমাদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রাখা হয়েছিলো। আজকে সে ফ্যাসিবাদের পতন ঘটলেও জনগণের প্রকৃত রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি মারফত সরকারের কাছে নিজের কথা পৌঁছাতে পারছে না।
তিনি বলেন, বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ না হলেও, এটি জনগণের নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। যখন একক কোনো ব্যক্তিকে অপরিহার্য করে তোলা হয়, তখনই স্বেচ্ছাচারিতা জন্ম নেয়। সে কারণেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অত্যাবশ্যক। প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারে আপত্তি নেই, তবে জনগণের সামনে সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরুন।
তারেক রহমান মিয়ানমার সীমান্তে করিডোর ইস্যু নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে জনগণকে জানাতে হবে। করিডোর ইস্যুতে জনগণের সঙ্গে কোনও পরামর্শ হয়নি, এমনকি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হয়নি। এভাবে চুপিসারে সিদ্ধান্ত নেয়া যায় না। করিডোর দিতে হলে তা নির্বাচিত সরকারের এবং জনগণের সম্মতির ভিত্তিতেই হতে হবে।
সমাবেশে ছিল ‘শ্রমিক জনজোয়ার’
এর আগে ‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’—এ স্লোগান দিয়ে নয়াপল্টনে শুরু হয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। দুপুর ২টা ১০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত দীর্ঘ সড়কজুড়ে উপস্থিত ছিলেন হাজারো শ্রমিক। গায়ে লাল গেঞ্জি, মাথায় লাল টুপি—এ যেন শ্রমিকের লাল এক স্রোত।
সমাবেশে ছিলো আন্তর্জাতিক শ্রমিক সংহতির ঐতিহ্যবাহী স্লোগান—‘দুনিয়া মজদুর এক হও, লড়াই করো’, সঙ্গে রাজনৈতিক বার্তাও—‘অবিলম্বে সংসদ নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে দিতে হবে।’
শ্রমিক দলের ঘোষিত ১২ দফা দাবি:
- অবিলম্বে সংসদ নির্বাচন
- ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার
- সব প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার স্থাপন
- বন্ধ শিল্প কারখানা চালু করা
- নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা
- আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি
- অবাধ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার
- শ্রমিক হত্যার বিচার
- শ্রমিক নির্যাতন বন্ধ
- নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুরক্ষা
- জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা
- বৈষম্যহীন জাতীয় পে-স্কেল ও মজুরি হার, কালাকানুন বাতিল ও নিত্যপণ্যের দাম হ্রাস
সরাসরি বার্তা: সবার আগে বাংলাদেশ
তারেক রহমানের বক্তব্যে বারবার উঠে আসে একটি মূল বক্তব্য—‘বিদেশি তাবেদারি নয়, জনগণের অধিকারই প্রধান।’ তিনি বলেন, যখন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, তখনই বাংলাদেশকে কেউ তাবেদারি রাষ্ট্র বানাতে পারবে না।
সবার দেশ/কেএম