Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪, ৪ মে ২০২৫

সোনার দাম কমলো ভরিতে ৩৫৭০ টাকা

সোনার দাম কমলো ভরিতে ৩৫৭০ টাকা
ফাইল ছবি

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। এবার ভরিতে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (৩ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। নতুন দাম রোববার (৪ মে) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা।

এর আগেও, ২৩ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমানো হয়েছিল।

সবার দেশ/কেএম