Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ৪ মে ২০২৫

আপডেট: ১৬:১৬, ৪ মে ২০২৫

বাংলাদেশিদের রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ সুবিধা চালু

চায়না মেডিকেল ভিসা মিলবে একদিনে

চায়না মেডিকেল ভিসা মিলবে একদিনে
প্রতীকি ছবি

চীনে চিকিৎসা গ্রহণে আগ্রহী বাংলাদেশিদের জন্য সুখবর। ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশিদের চিকিৎসা ভিসা প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে সহজ করেছে। চালু করেছে ‘গ্রিন চ্যানেল’ নামে একটি বিশেষ ব্যবস্থা, যার মাধ্যমে দ্রুততম সময়ে, কম কাগজপত্রে এবং অগ্রাধিকার ভিত্তিতে মিলবে চীনের চিকিৎসা ভিসা।

রোববার (৪ মে) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ উদ্যোগটি বাংলাদেশের সঙ্গে চীনের স্বাস্থ্যখাতে সহযোগিতা জোরদারের অংশ।

এ ঘোষণার পেছনে রয়েছে একটি কূটনৈতিক অগ্রগতি—গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে দ্বিপক্ষীয় আলোচনার পর এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

নতুন সুবিধায় যা থাকছে

  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না: চিকিৎসা ভিসার জন্য আর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সনদপত্র জমা দিতে হবে না। এতে সময় ও কাগজপত্র কমবে।
  • ভিসা পাবে ট্রাভেল এজেন্সির গ্যারান্টিতেই: অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোর ইস্যু করা ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্কের গ্যারান্টিপত্রই যথেষ্ট হবে।
  • ভিসা সেন্টারে ‘গ্রিন চ্যানেল’ কাউন্টার: ঢাকার ভিসা সেন্টারে চালু হয়েছে আলাদা কাউন্টার। আবেদনকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
  • জরুরি রোগীদের জন্য একই দিনে ভিসা: বিশেষ প্রয়োজন হলে একই দিনেই ভিসা পাওয়া যাবে—এ এক নজিরবিহীন সুবিধা।
  • অগ্রাধিকার সাক্ষাৎকার ও অনলাইন অপশন: যাদের সাক্ষাৎকার প্রয়োজন, তারা অগ্রাধিকার পাবেন। শারীরিকভাবে উপস্থিত না হতে পারলে অনুমোদিত এজেন্সির গ্যারান্টিতে অনলাইন সাক্ষাৎকারেও ভিসা মঞ্জুর হবে।

কোথায় যাবেন?

সব পরিষেবা পাওয়া যাবে বনানীর প্রসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলা, যেখানে অবস্থিত চীনা ভিসা আবেদন কেন্দ্র। এছাড়া ভিসা সহায়তার জন্য চালু করা হয়েছে হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর, যা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চীনের এ পদক্ষেপ শুধু ভিসা প্রক্রিয়া নয়, বরং দুই দেশের আস্থার সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নেয়ার ইঙ্গিত। বহু বাংলাদেশি নাগরিক চীনের উন্নত চিকিৎসাসেবা নিতে আগ্রহী হলেও দীর্ঘদিন ধরেই ভিসা প্রক্রিয়ার জটিলতা ছিলো বড় বাধা। ‘গ্রিন চ্যানেল’-এর মাধ্যমে সে পথ এখন অনেকটাই মসৃণ।

সবার দেশ/কেএম