Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ৪ মে ২০২৫

তুরস্কের আকাশসীমায় বাধায় সফর বাতিল নেতানিয়াহুর

তুরস্কের আকাশসীমায় বাধায় সফর বাতিল নেতানিয়াহুর
ফাইল ছবি

তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে না পারায় আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

যদিও তার কার্যালয় দাবি করেছে, সফর বাতিলের কারণ ‘আঞ্চলিক পরিস্থিতি ও টাইট নিরাপত্তা সময়সূচি’, তবে ইসরাইলি সংবাদমাধ্যম ‘Walla’ জানায়, মূল কারণ ছিলো আঙ্কারার আকাশসীমা ব্যবহারে তুরস্কের স্পষ্ট না-বলা।

বিকল্প রুটও কার্যকর হয়নি

তুরস্কের নিষেধাজ্ঞার পর নেতানিয়াহুর বিমানকে গ্রিস ও বুলগেরিয়া হয়ে উড়ানোর বিকল্প রুট বিবেচনা করা হয়। তবে এতে যাত্রার সময় দ্বিগুণ হয়ে যেতো, যা প্রধানমন্ত্রী ও নিরাপত্তা ইউনিটের জন্য অগ্রহণযোগ্য হয়ে পড়ে। ফলে সফরটি শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নেয় ইসরায়েল।

আঞ্চলিক সম্পর্কের উত্তাপ

তুরস্ক-ইসরায়েল সম্পর্কের ক্রমাবনতির কারণে এটি প্রথমবার নয়, যখন এমন উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর বাধাগ্রস্ত হলো। এর আগেও ২০২৪ সালের নভেম্বরে, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ তুরস্কের একই নিষেধাজ্ঞার মুখে আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে পারেননি।

ইসরায়েল থেকে আজারবাইজানে সরাসরি যেতে হলে সাধারণত তুরস্কের আকাশসীমা ব্যবহার করা হয়। বিকল্প রুট হিসেবে সিরিয়া, ইরাক ও ইরান — এদের কারোরই সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই বা নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে।

তুরস্কের বার্তা স্পষ্ট?

তুরস্ক বারবার আঞ্চলিক ন্যায্যতা ও ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। গাজা যুদ্ধের পটভূমিতে তুরস্ক ও ইসরায়েলের কূটনৈতিক দূরত্ব আরো বেড়েছে। এবার আকাশসীমা বন্ধ করে আঙ্কারা কূটনৈতিকভাবে নেতানিয়াহুকে 'অদৃশ্য বার্তা' পাঠালো বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নেতানিয়াহুর সফর বাতিল তুরস্ক-ইসরায়েল উত্তেজনার একটি নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হলো। শুধু আকাশ নয়, মধ্যপ্রাচ্যের কূটনৈতিক বাতাসও যে ক্রমশ ভারী হয়ে উঠছে— তা আরও একবার পরিষ্কার হলো এ ঘটনায়।

সবার দেশ/কেএম