ঢাকাজুড়ে কর্মী মোতায়েনের নির্দেশ
খালেদা জিয়াকে অভ্যর্থনায় প্রস্তুত বিএনপি
৬ মে সকালে ফিরছেন বেগম জিয়া, গুলশান থেকে কাকলী—প্রত্যাবর্তন রুটে নেতাকর্মীদের অবস্থান।

দীর্ঘ রাজনৈতিক নিষ্ক্রিয়তা, কারাভোগ ও চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় তার আগমন উপলক্ষে, রাজধানীজুড়ে ভবিষ্যৎ রাজনৈতিক আবহের দিকচিহ্ন হয়ে উঠতে পারে এমন এক শক্তিশালী অভ্যর্থনার প্রস্তুতি নিয়েছে বিএনপি।
রোববার (৪ মে) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে দলের এ কর্মসূচি ঘোষণা করেন।
অভ্যর্থনার রুটে দায়িত্ব বণ্টন
রিজভী জানান, নেতাকর্মীদের চলাচল ও অবস্থানের জন্য দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে স্পষ্টভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে:
- মহানগর উত্তর বিএনপি: বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত
- ছাত্রদল: লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত
- যুবদল: খিলক্ষেত থেকে হোটেল রেডিশন
- মহানগর দক্ষিণ বিএনপি: রেডিশন থেকে আর্মি স্টেডিয়াম
- স্বেচ্ছাসেবক দল: আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান
- কৃষক দল: বনানী কবরস্থান থেকে কাকলী মোড়
- শ্রমিক দল: কাকলী মোড় থেকে বনানী হয়ে শেরাটন হোটেল
- ওলামা, তাঁতী, জাসাস, মৎস্যজীবী দল: শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার
- মুক্তিযোদ্ধা দল ও পেশাজীবী ফোরাম: কাঁচাবাজার থেকে গুলশান-২
- মহিলা দল ও নির্বাহী কমিটির নেতারা: গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত
সতর্ক বার্তা: প্রবেশ নয়, শৃঙ্খলা চাই
রিজভী স্পষ্টভাবে বলেন, বিমানবন্দর ও চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। কারও মোটরসাইকেল বা হেঁটে গাড়ির সঙ্গে চলাও নিষিদ্ধ।
তিনি আরও জানান, সবাইকে জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর নির্দেশ দেয়া হয়েছে, যেন সুশৃঙ্খলভাবে বেগম জিয়ার গাড়িবহর অগ্রসর হতে পারে।
রাজনৈতিক তাৎপর্য
বিএনপির নেতারা মনে করছেন, এ অভ্যর্থনা কর্মসূচি শুধু একজন নেত্রীর ফেরাকে কেন্দ্র করে নয়—বরং এটি বর্তমান রাজনৈতিক পরিবেশে রাষ্ট্রের সকল স্টেকহোল্ডারদের মধ্যে বিএনপির রাজনৈতিক সরব উপস্থিতি ও শক্তি জানান দেয়ার একটি কৌশলগত মুহূর্ত।
বিএনপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা আমাদের রাজনৈতিকভাবে পুনরায় সংগঠিত হওয়ার প্রকাশ্য সংকেত।
বেগম খালেদা জিয়ার ফিরে আসা এবং তাকে ঘিরে বিএনপির এ আয়োজন নিছক আবেগ নয়—এটি একটি রাজনৈতিক শক্তি প্রদর্শনের বহিঃপ্রকাশ, যার প্রভাব আসন্ন দিনগুলোতে আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।
সবার দেশ/কেএম