ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কারাবন্দী মারা গেছেন। তার নাম মজিবর রহমান, বয়স আনুমানিক ৬৫ বছর।
শুক্রবার (২ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর কক্ষে মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মজিবর রহমান অসুস্থ হয়ে পড়ায় গত ২৯ এপ্রিল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা।
তার বিরুদ্ধে কী মামলা ছিলো, তা এখনও জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সবার দেশ/কেএম