Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ৩ মে ২০২৫

সোহরাওয়ার্দীতে সমাবেশ

আ’লীগ নিষিদ্ধসহ হেফাজতের নতুন কর্মসূচি

আ’লীগ নিষিদ্ধসহ হেফাজতের নতুন কর্মসূচি
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী দল আওয়ামী লীগ নিষিদ্ধ, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে)  রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এসব কর্মসূচি ও দাবি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

নারীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে দেশের সব বিভাগে সম্মেলন করার ঘোষণা দিয়ে হেফাজত আগামী ২৩ মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে।

মহাসমাবেশ থেকে সংগঠনটি নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা চত্বরের ঘটনার বিচার ও আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মোট ১২ দফা উপস্থাপন করেছে। এসব দাবির মধ্যে রয়েছে— সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, বহুত্ববাদ পরিত্যাগ, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং প্রাথমিক স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা।

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে দেশব্যাপী থেকে আসা হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিলো লক্ষণীয়। বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলে স্বাধীনতার স্বাদ আমরা বুঝেছিলাম। এখন আবারও ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, এনজিও প্ররোচনায় ইসলামবিরোধী কোনো সিদ্ধান্ত নেয়া হলে কঠোর আন্দোলনের মুখে পড়তে হবে।

সমাবেশে উপস্থিত নেতারা আরও বলেন, সম্প্রতি প্রস্তাবিত নারী অধিকার সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো ইসলামবিরোধী ও কোরআনবিরুদ্ধ। এসব বাতিল করে আলেম সমাজের নেতৃত্বে নতুন কাঠামো গড়ার দাবি তোলেন তারা।

হেফাজতের নায়েবে আমির ও বেফাকুল মাদারেসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হলে সংবিধান সংস্কার করতে হবে। পাশাপাশি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

দুপুর ১টা ১১ মিনিটে আমিরের মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

সবার দেশ/কেএম