Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ৩ মে ২০২৫

আপডেট: ১২:৫৮, ৩ মে ২০২৫

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের হুঁশিয়ারি

সিন্ধুতে বাঁধ দিলে ভারতে হামলা চালাবে পাকিস্তান

সিন্ধুতে বাঁধ দিলে ভারতে হামলা চালাবে পাকিস্তান
ফাইল ছবি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক বিস্ফোরক মন্তব্যে জানিয়েছেন, সিন্ধু নদে ভারত যদি কোনও বাঁধ নির্মাণ বা অনুরূপ স্থাপনা গড়ে তোলে, তাহলে তা পাকিস্তানের চোখে 'সরাসরি আগ্রাসন' হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান হামলা চালাতে দ্বিধা করবে না।

জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে হুঁশিয়ারি:

শুক্রবার জিও নিউজের জনপ্রিয় টকশো ‘নয়া পাকিস্তান’-এ অংশ নিয়ে খাজা আসিফ এ মন্তব্য করেন। তার এ বক্তব্য এমন এক সময় এলো যখন ২২ এপ্রিল পেহেলগামে একটি সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। দিল্লি সরাসরি ইসলামাবাদকে দায়ী করেছে এ হামলার জন্য, যদিও যথাযথ প্রমাণ না দেখানোর অভিযোগ তুলেছে পাকিস্তান।

চুক্তি বাতিল ও পাল্টা পদক্ষেপ:

ভারতের পাল্টা কূটনৈতিক পদক্ষেপ হিসেবে সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি বাতিল, পাকিস্তানিদের জন্য ভিসা বাতিল এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেয়ার মতো সিদ্ধান্তগুলো নিয়েছে নয়া দিল্লি। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় কূটনীতিক বহিষ্কার এবং শিখ তীর্থযাত্রী ছাড়া অন্য ভারতীয়দের ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে।

সরাসরি হামলার ইঙ্গিত:

খাজা আসিফ স্পষ্ট করে বলেন, ভারত যদি সিন্ধু নদে কোনো বাঁধ তৈরি করে, তাহলে পাকিস্তান তা গুঁড়িয়ে দেবে। পানিপ্রবাহ রোধ বা দিক পরিবর্তন করা মানেই আগ্রাসন। শুধু কামান-গুলি নয়, জলপথ রুদ্ধ করাও এক ধরনের যুদ্ধ।

মোদিকে আক্রমণ:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে পেহেলগাম হামলার ‘নাটক মঞ্চস্থ’ করার অভিযোগ তোলেন আসিফ। তার দাবি, আন্তর্জাতিক মহলে মোদি সরকার প্রত্যাশিত সমর্থন পায়নি। বরং, পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা ব্যর্থ হয়েছে।

পাক প্রতিরক্ষামন্ত্রীর এ বিবৃতি শুধু উত্তেজনার আগুনে ঘি ঢালছে না, বরং তা দ্বিপাক্ষিক যুদ্ধ সম্ভাবনাকেও উস্কে দিতে পারে। বিশেষত জলসম্পদকে কেন্দ্র করে যখন বিশ্বজুড়ে পানি-রাজনীতির উত্তাপ বাড়ছে, তখন পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর এমন মুখোমুখি অবস্থান গোটা উপমহাদেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।

সবার দেশ/কেএম