পদ্মায় ২৮ কেজির কাতল, বিক্রি অর্ধলক্ষে

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিশাল আকারের একটি কাতল মাছ ধরা পড়েছে। ৩ মে, শনিবার সকালে জেলে জামাল প্রামাণিকের জালে এ ২৮ কেজি ওজনের কাতল মাছটি ধরা পড়ে।
মাছটি ধরা পড়ার পর জামাল তা দৌলতদিয়া ঘাট এলাকার মোমিন মন্ডলের মাছের আড়তে নিয়ে যান। সেখানে মাছটির ওজন মেপে তা স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লার কাছে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।
জেলে জামালের বাড়ি পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকায়। তিনি জানান, পদ্মা নদীর সব ধরনের মাছের প্রচুর চাহিদা থাকায় দামটাও একটু বেশি। মাছ ব্যবসায়ী চাঁন্দু মোল্লা জানান, এ ধরনের বড় মাছের দাম সাধারণত বেশি হয়। এ কাতলটি আমি এক হাজার ৮০০ টাকা কেজি দরে কিনেছি। পরে কিছু লাভ রেখে ঢাকা শহরের শৌখিন ক্রেতার কাছে বিক্রি করেছি।
সবার দেশ/কেএম