আদানির বকেয়া পরিশোধে সাফল্য, পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত

বাংলাদেশ সরকার বিদ্যুৎ খাতে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারের কাছে বকেয়া বিলের উল্লেখযোগ্য অংশ পরিশোধ করেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি আবারও পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, বাংলাদেশ এখনও আদানির কাছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার বাকি রয়েছে। তবে সম্প্রতি মাসিক বিলের পাশাপাশি কিছু অতিরিক্ত অর্থও পরিশোধ করছে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার।
আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (CFO) দিলিপ ঝা বলেন, আমরা এখন বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। তারা নিয়মিত মাসিক বিল পরিশোধের পাশাপাশি অতিরিক্ত অর্থও দিচ্ছে। আশা করছি, বাকি পাওনাও শিগগিরই পরিশোধ হবে।
২০১৭ সালে শেখ হাসিনা সরকারের সঙ্গে আদানির চুক্তি হয় ভারতের গোধরা থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে। তবে ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তী অর্থনৈতিক সংকটে পড়লে বাংলাদেশ সরকার চুক্তি অনুযায়ী অর্থ দিতে ব্যর্থ হয়।
এর মধ্যেই দেশজুড়ে বিদ্যুৎঘাটতি দেখা দেয়। চলতি বছর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আদানিকে অগ্রাধিকার ভিত্তিতে বিল পরিশোধের উদ্যোগ নেয়া হয়।
আদানির হিসাবে, মোট পাওনার পরিমাণ ছিল প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১.২ বিলিয়ন ডলার বকেয়া বিল পরিশোধ করা হয়েছে।
এ পরিশোধ ও সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়ায় দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা করছেন সংশ্লিষ্টরা।
সবার দেশ/কেএম