Sobar Desh | সবার দেশ বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:৫১, ৩ মে ২০২৫

আপডেট: ০৪:৫৬, ৩ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো

ফ্যাসিবাদবিরোধী সব শক্তি এক কাতারে

শেখ হাসিনার উসকানি, পাল্টা প্রতিরোধ—এখন একসুরে আওয়ামী লীগের বিচার চায় সব পক্ষ।

ফ্যাসিবাদবিরোধী সব শক্তি এক কাতারে
প্রতীকি ছবি

দেশজুড়ে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের জোরালো স্রোতে আবারও সামনে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। শেখ হাসিনার পতনের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক প্ল্যাটফর্ম থেকে আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী দল’ আখ্যা দিয়ে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠে আসছিলো। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে এ দাবি আগের চেয়ে অনেক বেশি সুসংহত ও একত্রীকৃত হয়েছে।

বিশেষ করে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্য এবং দলের কিছু নেতার গোপন সমাবেশ আয়োজনের চেষ্টা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও উস্কানিমূলক পোস্টারিং নতুন করে ক্ষোভ উসকে দিয়েছে জনমনে।

এনসিপি: ‘বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়’

ফ্যাসিবাদবিরোধী ছাত্র-যুব সংগ্রামের ধারাবাহিকতায় গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরাবরই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে অনড়। শুক্রবার বায়তুল মোকাররমে আয়োজিত সমাবেশে এনসিপি নেতা-কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন—যতদিন না গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার হচ্ছে, ততদিন বাংলাদেশে কোনও নির্বাচন হতে দেয়া হবে না।

নেতারা বলেন, গত বছরের ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে। এখন যারা এ দলকে আবার মঞ্চে ফিরিয়ে আনতে চায়, তাদেরও প্রতিরোধ করা হবে।

আরও পড়ুন <<>> আ’লীগের বিচার ও সংস্কারের আগে কোনও নির্বাচন নয়

বিএনপি: ‘স্বৈরাচার যেন আর না ফিরতে পারে’

জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংবিধান লঙ্ঘন করে তিনবার অবৈধ সরকার গঠন করেছে এ দল। এখন আবার মাথা তুলে দাঁড়াতে চাইছে। তাদের অপরাধের বিচার ছাড়া দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান—এ ফ্যাসিস্টদের রাজনীতি থেকে চিরতরে বাদ দিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ইসলামি ও বাম দলগুলোর সুর এক

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে শুরু করে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামি দল শুরু থেকেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সোচ্চার। জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দলটিকে নিষিদ্ধ করা সরকারের দায়িত্ব। জনগণ সে দাবি বহু আগেই জানিয়েছে।

আরও পড়ুন <<>> আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড: জামায়াত আমির

অপরদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, যারা শত শত মানুষকে পঙ্গু করেছে, ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালিয়েছে, সে দল আজও নিষিদ্ধ না হওয়ায় এটা প্রমাণ হয়—কেউ কেউ এখনও এ অপরাধীদের রক্ষা করতে চায়।

আরও পড়ুন <<>> আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে: নুর

বাম নেতাদের সাফ কথা: ‘আইনের আওতায় আনতেই হবে’

গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা বাম রাজনৈতিক দলগুলোর নেতারাও স্পষ্ট করে বলেছেন—আওয়ামী লীগের মত একটি ‘দলবাজ ও ফ্যাসিবাদী শক্তি’কে রাজনৈতিক মাঠে টিকে থাকতে দেওয়া মানে ভবিষ্যতের জন্য আরও বড় হুমকি তৈরি করা। তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক মানের গণহত্যা ট্রাইব্যুনালে সোপর্দ করার দাবি তুলেছেন।

স্বৈরতন্ত্র ও রাজনৈতিক সহিংসতার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের প্রশ্নে এখন আর কেবল কিছু দল নয়, পুরো ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এক কণ্ঠে উচ্চারণ করছে তাদের অবস্থান। এটি শুধু একটি রাজনৈতিক দাবি নয়—এটি জনতার ন্যায়বিচারের আকাঙ্ক্ষা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক
ভয়াবহ বায়ুদূষণে দিল্লিতে হোম অফিস চালু
সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলায় ক্ষুব্ধ ঢাকা
বিপিএল খেলতে আসছেন মঈন আলি
সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি
হাদির ওপর হামলায় বাগাতিপাড়ায় বিএনপি-এনসিপির প্রতিবাদ মিছিল
হাদিকে নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: নোয়াখালীতে শিবির সেক্রেটারি
যুক্তরাষ্ট্র ছাড়ছেন কানাডার পর্যটকরা
দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার
সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত
দু’দিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, আহত ৮
হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত
ইমরান খান সম্পর্কে পোস্ট ব্লক বন্ধ করুন: ইলন মাস্ককে জেমিমা
বহিষ্কারে ডাবল হ্যাট্রিক বঞ্চিত মেজর আখতার
যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখ লাখ মুসলিম
শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’
হাদি আমার নির্বাচনী প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়: মির্জা আব্বাস
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের ষড়যন্ত্র রুখতে সর্বদলীয় ঐক্যের অঙ্গীকার