হিমাংশীর হট স্টেটমেন্টে কাঁপছে নেটদুনিয়া
‘যতোবার হতাশ করেছে পুরুষ, ততোবার বেড়েছে যৌন আকর্ষণ!’

বিচ্ছেদ মানেই কান্না? একেবারেই নয়— অন্তত হিমাংশী খুরানার জন্য! ‘বিগ বস ১৩’-এর আবেদনময়ী প্রতিযোগী ও পাঞ্জাবি অভিনেত্রী হিমাংশী খুরানা এখন ট্রেন্ডিং তালিকার শীর্ষে— কারণ প্রেম ভাঙার পরও তার আত্মবিশ্বাসী এবং সাহসী উপলব্ধি।
শনিবার রাতটা যেন সোশ্যাল মিডিয়ার পিন্ডি চড়ানোর জন্যই এসেছিলো! নিজের কয়েকটি মনকাড়া ছবি পোস্ট করে হিমাংশী লিখলেন,
‘যত বার পুরুষ আমায় হতাশ করেছে, তত বার আমার যৌন আকর্ষণ বেড়েছে! এটি পরীক্ষিত সত্য!’
ব্যাস! মুহূর্তেই ভাইরাল স্টেটমেন্ট! কমেন্ট বক্সে রঙিন ইমোজির বন্যা, প্রশংসায় ভাসছে হিমাংশীর সাহস।
পুরনো প্রেম, নতুন আত্মবিশ্বাস
দুই বছর আগেই ভেঙে গেছে হিমাংশী ও ‘বিগ বস’ খ্যাত অসীম রিয়াজ়-এর সম্পর্ক। তখনই জানা যায়, ধর্মের ব্যবধানেই নাকি ছিন্ন হয়েছিল প্রেমের সুতো।
তারপর থেকেই দুজনেই আছেন আলাদা পথে। অসীম মাঝে এক রহস্যময়ীর সঙ্গে দেখা দিলেও পরিচয় দেননি। আর হিমাংশী? নিজের একাকিত্বকেই রূপ দিয়েছেন শক্তিতে।
নিজেকে নিয়ে বুঁদ হিমাংশী
সাম্প্রতিক ছুটিতে একা বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী। মেরুন রঙা স্বচ্ছ পোশাকে কখনও বইয়ে ডুবে, কখনও প্রকৃতির কোলে হারিয়ে— জীবনকে উপভোগ করছেন নিজের মতো করেই।
তার কথায়,
বিচ্ছেদ মানেই দুঃখ নয়। অনেক সময় সেটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়।
বলিউড পাড়ায় এখন কানাঘুষো— পুরনো প্রেম ফিরে আসবে কি? না কি হিমাংশী আছেন নতুন কারও খোঁজে? আপাতত উত্তর নেই, তবে জবাব আছে একটাই: হিমাংশী জানেন কীভাবে নিজেকেই ভালোবাসতে হয়!
সবার দেশ/কেএম