Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫১, ৪ মে ২০২৫

মেজর হাফিজের পরামর্শ না শুনে আ’লীগে যোগ দেন সাকিব

মেজর হাফিজের পরামর্শ না শুনে আ’লীগে যোগ দেন সাকিব
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সাকিব আল হাসানকে আওয়ামী লীগে না যেতে পরামর্শ দিয়েছিলেন তিনি। খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে না জড়ানোর পরামর্শও দিয়েছিলেন। তবে সাকিব তার কথা না শুনে আওয়ামী লীগে যোগ দেন।

শনিবার (৩ মে) বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন মেজর হাফিজ।

তিনি বলেন, সাকিব একদিন আমার বাসায় এসেছিলো। আমি তাকে বলেছিলাম, যা করো না করো, আওয়ামী লীগে যেও না। আমি আরও বলেছিলাম, এখন রাজনীতিতে আসার সময় নয়। তুমি এখন জাতীয় দলের তারকা খেলোয়াড়, তোমার অনেক সম্মান আছে।

মেজর হাফিজের মতে, সাকিব তার উপদেশ না মেনে রাজনীতিতে এসে বিপদে পড়েছেন। তিনি বলেন, যদি আমার কথা শুনতো, তাহলে আজ ঢাকার রাস্তায় সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারতোত।

স্মরণ করিয়ে দেয়া যায়, সাকিব গত জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

অনুষ্ঠানে সাবেক অধিনায়ক তামিম ইকবালও উপস্থিত ছিলেন। তাকেও সতর্ক করে মেজর হাফিজ বলেন, জনপ্রিয় ক্রীড়াবিদদের একজন ভালো পরামর্শদাতা থাকা উচিত, যেনো তারা সঠিক পথে থাকতে পারেন।

তিনি আরও বলেন, অনেক তারকা খেলোয়াড়কে রাজনীতিতে টেনে এনে বিপদে ফেলেছে সরকার। কেউ কেউ এমপি হয়েছেন, কেউ রাজনীতিতে আসেননি, তবে সবাইকে বিভিন্নভাবে প্রভাবিত করা হয়েছে।

সবার দেশ/কেএম