Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ৪ মে ২০২৫

আপডেট: ০৯:৩১, ৪ মে ২০২৫

মুক্তি মেলেনি আটক ভারতীয় সেনা সাহুর

রাজস্থানে পাকিস্তানি রেঞ্জার আটক

রাজস্থানে পাকিস্তানি রেঞ্জার আটক
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে। শনিবার (৩ মে) রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (BSF)। এই ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন টানা দশম রাতেও নিয়ন্ত্রণরেখা জুড়ে চলছে গুলি বিনিময়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানি রেঞ্জারের নাম প্রকাশ না করলেও তাকে বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারে রাখা হয়েছে। এ আটককে ঘিরে নতুন করে উদ্বেগ বেড়েছে। এর আগে ২৩ এপ্রিল পাকিস্তান রেঞ্জার্সরা বিএসএফের কনস্টেবল পুরনাম কুমার সাহুকে আটক করেছিলো। কিন্তু আজও তাকে ফেরত দেয়নি ইসলামাবাদ।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, জওয়ান আদান-প্রদানের ক্ষেত্রে সাধারণত দুই দেশের মধ্যে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়। কিন্তু এবার পাকিস্তান সে প্রক্রিয়া মানছে না বলেই দাবি দিল্লির। ফলে পাল্টা পদক্ষেপ হিসেবে কি করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে, পাকিস্তান সেনারা নিয়ন্ত্রণরেখার বিভিন্ন পয়েন্টে টানা দশম রাতেও গুলি ছুঁড়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কুপওয়ারা, বারমুলা, পুনচ, রাজৌরি, মেন্ধার, নাউশেরা, সুন্দরবানি ও আখনুরে হয়েছে গোলাগুলি। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুরনাম সাহুর মুক্তির বিষয়ে কয়েকটি মিটিং হয়েছে দুই দেশের মধ্যে। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সীমান্তে আরও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সবার দেশ/কেএম