Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৭, ৪ মে ২০২৫

২২২০৩ হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও একজনের মৃত্যু

২২২০৩ হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ২২ হাজার ২০৩ বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত ৫৪টি ফ্লাইটে এ হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়েছে।

হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এ ফ্লাইটগুলোর মধ্যে ২২টি পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ১৭টি সৌদি এয়ারলাইনস এবং ১৫টি ফ্লাইনাস এয়ারলাইনস।

দ্বিতীয় মৃত্যুর খবর

হজে গিয়ে এবার পর্যন্ত মারা গেছেন দুইজন বাংলাদেশি। সর্বশেষ ২ মে সৌদিতে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ফরিদুজ্জামান (৫৭)। এর আগে ২৯ এপ্রিল মদিনায় মারা যান খলিলুর রহমান (৭০)। হজ হেল্প ডেস্ক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

হজযাত্রার অগ্রগতি ও পরিসংখ্যান

হজযাত্রা শুরু: ২৯ এপ্রিল
প্রথম ফ্লাইট: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে, ৩৯৮ জন যাত্রী নিয়ে
ফ্লাইট শেষ হবে: ৩১ মে
হজযাত্রীর সংখ্যা (নির্ধারিত):

  • সরকারি ব্যবস্থাপনায়: ৫,২০০ জন
  • বেসরকারি ব্যবস্থাপনায়: ৮১,৯০০ জন

চাঁদ দেখা সাপেক্ষে এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ৫ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, এবং শেষ ফ্লাইট ফিরবে ১০ জুলাই।

সুসংগঠিত ব্যবস্থাপনা, কিন্তু নজরদারির প্রয়োজন

যাত্রা শুরুর এক সপ্তাহের মধ্যেই ২২ হাজারের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছে গেছেন, যা নিঃসন্দেহে সুচারু ব্যবস্থাপনারই ইঙ্গিত দেয়। তবে, হাজিদের শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে হজ মিশনকে হতে হবে আরও তৎপর। বিশেষ করে, উচ্চ তাপমাত্রা ও ভিড়ের মধ্যে বয়স্ক যাত্রীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: