Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াত নেতা আজহারের ফের শুনানি কাল

জামায়াত নেতা আজহারের ফের শুনানি কাল
ফাইল ছবি

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আজকের মতো মুলতবি করা হয়েছে। আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফের শুনানি হবে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত।

এটিএম আজহারের পক্ষে রিভিউ শুনানি শুরু করেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী। আদালত জানিয়েছেন, আগামীকাল আপিল বিভাগের কার্যতালিকায় এ শুনানি টপ লিস্টে থাকবে।

আইনজীবীরা জানিয়েছেন, এটিএম আজহারুল ইসলামের খালাসের পক্ষে ১৪টি পয়েন্ট দেখানো হয়েছে। সে যুক্তির মধ্যে পাঁচটি যুক্তি আজকে আদালতে পড়ে শোনানো হয়েছে। আগামীকাল বাকিগুলো পড়া হবে। রিভিউ আবেদনটির শুনানি শেষে এটি অ্যালাউ করলে আজহার খালাস পাবেন। অপরদিকে রিভিউ আবেদনটি খারিজ করে দিলে তার মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকবে। তবে রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে অন্য সাজাও দিতে পারেন।

এটিএম আজহারের আইনজীবী শিশির মনির বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। সে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন করেছিলাম। সেটার আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকাল সকালে আবার ফের শুনানি হবে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। এ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে তিনি ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন।

সবার দেশ/এমকেজে