Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ১ মে ২০২৫

কাশ্মীরে উত্তেজনা চরমে

পাকিস্তান গুলিতে গুড়িয়ে দিলো ভারতীয় চেকপোস্ট

পাকিস্তান গুলিতে গুড়িয়ে দিলো ভারতীয় চেকপোস্ট
ছবি: সংগৃহীত

কাশ্মীর সীমান্তে ফের ভয়াবহ উত্তেজনা। গত ২৯ ও ৩০ এপ্রিল গভীর রাতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তান ও ভারতীয় বাহিনীর মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি—এলোপাথাড়ি গুলিবর্ষণের জবাবে ভারতীয় সেনাবাহিনীর চকপুত্র পোস্টসহ একাধিক বাঙ্কার ‘কার্যকরভাবে ধ্বংস’ করে তারা।

বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের সামরিক মুখপাত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, ভারতীয় সেনারা বিনা উসকানিতে কিয়ানি ও মন্ডল সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করলে তারা পাল্টা জবাব দিতে বাধ্য হয়। এ ‘উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়ায়’ ভারতীয় বাহিনীর অন্তত একটি চেকপোস্ট সম্পূর্ণ ধ্বংস হয় এবং কয়েকটি বাঙ্কার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে ইসলামাবাদ।

জিও নিউজ আরও জানায়, পাকিস্তান সেনাবাহিনীর এ জবাবি হামলা দেশটির উচ্চমাত্রার যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দেয়। একাধিক সেনা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় পাকিস্তানি বাহিনী সর্বদা প্রস্তুত এবং প্রয়োজন হলে কঠোর জবাব দিতে তারা পিছপা হবে না।

এ গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটলো, যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওই হামলার জন্য নয়াদিল্লি সরাসরি ইসলামাবাদকে দায়ী না করলেও রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে দোষারোপের পালা শুরু হয়েছে।

এদিকে, সীমান্তবর্তী এলাকায় ভারত নিজেদের সামরিক ঘাঁটি খালি করছে এবং কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে বলেও অভিযোগ করেছে পাকিস্তানি নিরাপত্তা সূত্র। তারা এ পদক্ষেপকে যুদ্ধ-প্ররোচনামূলক ও অস্থিতিশীল নীতির অংশ বলেও আখ্যায়িত করে।

দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে এমন সংঘর্ষ দক্ষিণ এশিয়ায় নতুন করে নিরাপত্তা শঙ্কার জন্ম দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম