ঋণখেলাপি তালিকা থেকে মান্নার নাম বাদ, নির্বাচনি বাধা কাটলো
ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শুনানি শেষে এ আদেশ দেন আদালত। এ আদেশের ফলে বগুড়া থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মান্নার আর কোনো আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।