বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে ব্রিটিশ এমপিদের উদ্বেগ
ব্রিটিশ এমপিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে ঘিরে সংখ্যালঘু নিপীড়নের যে চিত্র তুলে ধরা হচ্ছে, তা একপাক্ষিক এবং অপপ্রচারমূলক। তাদের মতে, এসব প্রচারণা শুধু বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করছে না, বরং আন্তর্জাতিক সম্পর্কেও বিভ্রান্তি সৃষ্টি করছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও ধর্মীয় নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যেসব ‘একপাক্ষিক ও বিকৃত’ তথ্য ছড়ানো হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা।
বুধবার (৩০ এপ্রিল) যুক্তরাজ্যের সময় বিকেলে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর বাংলাদেশ (APPG for Bangladesh) আয়োজিত এক বিশেষ বৈঠকে তারা এ উদ্বেগ জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন এপিপিজির চেয়ারপার্সন এবং ইস্ট লন্ডন নির্বাচনী এলাকার এমপি আপসানা বেগম। এতে অংশ নেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামসহ ব্রিটিশ পার্লামেন্টের একাধিক প্রভাবশালী সদস্য।
বৈঠকে হাইকমিশনার আবিদা ইসলাম বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, সংখ্যালঘু নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রতি গৃহীত সংস্কারমূলক উদ্যোগগুলোর বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। দেশি-বিদেশি মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের মাঠপর্যায়ে পর্যবেক্ষণের সুযোগ রয়েছে এবং ভিসা প্রক্রিয়াও আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে।
তিনি আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষার নিশ্চয়তা দিয়ে বাংলাদেশ সরকার সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় অংশ নেয়া ব্রিটিশ এমপিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে ঘিরে সংখ্যালঘু নিপীড়নের যে চিত্র তুলে ধরা হচ্ছে, তা একপাক্ষিক এবং অনেকক্ষেত্রেই অপপ্রচারমূলক। এমপিদের মতে, এসব প্রচারণা শুধু বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করছে না, বরং আন্তর্জাতিক সম্পর্কেও বিভ্রান্তি সৃষ্টি করছে।
রোহিঙ্গা সংকট নিয়েও সভায় কথা বলেন হাইকমিশনার। তিনি জানান, বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা অব্যাহত রাখতে এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
সাম্প্রতিক গণআন্দোলনে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই-আগস্টের ঘটনাগুলোতে যে মানবিক সংকট সৃষ্টি হয়েছিলো, তা নিরপেক্ষভাবে তদন্ত ও বিচার করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।
এ সময় ব্রিটিশ এমপিরা যুক্তরাজ্যে লন্ডনের বাইরেও বাংলাদেশ কনস্যুলেটের সেবা সম্প্রসারণের আহ্বান জানান এবং হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে অংশ নেন লর্ড হুসেইন, ব্যারোনেস উদ্দিন, ইমরান হুসেইন এমপি, তাহির আলী এমপি, ডন বাটলার এমপি, বব ব্ল্যাকমেন এমপি, মার্গারেট মুলান, লর্ড সাহোতা, পল ওয়াহ ও আমান্ডা মার্টিনসহ আরও অনেকে।
সবার দেশ/কেএম