Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১১:৩৪, ২৮ অক্টোবর ২০২৫

বিপুল সংখ্যক আসামির জামিন, ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

বিপুল সংখ্যক আসামির জামিন, ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

বিপুল সংখ্যক আসামিকে জামিন দেয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন।

যে তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চায়া হয়েছে তারা হলেন—বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি জাকির হোসেন।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কয়েকটি মামলায় হাইকোর্ট থেকে একসঙ্গে বিপুল সংখ্যক আসামিকে জামিন দেয়া হয়। এ নিয়ে বিচারপতি পরিষদের অভ্যন্তরে আলোচনা তৈরি হয়েছে। বিষয়টির ব্যাখ্যা জানতে প্রধান বিচারপতি সরাসরি ওই তিন বিচারপতির কাছে রিপোর্ট চেয়েছেন।

এদিকে, জামিন দেওয়ার ক্ষেত্রে বিচার বিভাগের ওপর চাপ প্রসঙ্গেও নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত জুলাই–আগস্টে দায়ের হওয়া একটি হত্যা মামলায় আসামি আব্দুল হক প্রামাণিকের জামিন শুনানিতে আপিল বিভাগ ‘চাপের অভিযোগে’ বিব্রতবোধ করেছে।

প্রধান বিচারপতির কার্যালয় জানিয়েছে, আদালতের স্বাধীনতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ