Header Advertisement

Sobar Desh | সবার দেশ কে এম সফর আলী

প্রকাশিত: ২০:৫০, ১৪ মে ২০২৫

কবিতা

মা মায়ো মাগো 

মা মায়ো মাগো 
ছবি: সবার দেশ

মা, প্রতিদিন প্রতি ক্ষণ প্রতি পলকে
মা, সব সন্তানের কাছেই সেরা।
মা, ডাকতে মধুর মায়ার মমতার 
মা, মায়ো, মাগো, আম্মাগো
মা, মাকে আমি আপনি সবাই ডাকি।
মা, মায়ের নাভীর সাথে সন্তানের বাঁধন 
মা, দশ মাস দশ দিন গর্ভে করে ধারণ ।
মা, মায়ের সাথে আমার নাড়িছেঁড়া সম্পর্ক
মা, মাকে সন্তান থেকে বঞ্চিত করার কোনো শক্তি নেই।
মা, মায়ের দুগ্ধ পান করিয়ে দান 
মা, মায়ে আমাকে বাঁচিয়েছেন প্রাণ।
মা, মায়ের জাররা পরিমাণ দুধের দাম 
মা, মাকে কোনোদিনই শোধরানো যাবেনা।
মা, মায়ের জন্য দিবস হবেই 
মা, মায়ের সন্তান আমরাই।
মা, মায়ের জন্য স্পেশাল দিন ক্ষণ থাকবে এটাই 
মা, মায়ো যাঁদের ঘরে আছে মন ভরে ডাকো।
মা, জননী যাঁর নাই জনম দুঃখী 
মা, মাকে মনে করে কাঁদো।

১২ মে ২০২৫