Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৯, ২ মে ২০২৫

আপডেট: ০০:৪১, ২ মে ২০২৫

পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজার মাদ্রাসা বন্ধ

পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজার মাদ্রাসা বন্ধ
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি মাদ্রাসা। ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্ধ ঘোষণা করা হয়েছে এক হাজারেরও বেশি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। পেহেলগামের রক্তাক্ত ঘটনায় সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার শঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে সশস্ত্র হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন, যাদের অধিকাংশই ছিলেন নিরীহ পর্যটক। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে পাল্টা সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন উপযুক্ত জবাব দিতে।  

ভারতের এ অবস্থানকে কেন্দ্র করেই চরম উদ্বেগে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তালা পড়েছে।  

কাশ্মীরের ধর্মবিষয়ক দফতরের প্রধান হাফিজ নজির আহমদ বলেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে কাশ্মীরের সব মাদ্রাসা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি জানান, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায়।  

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই ভারতের হামলার আশঙ্কা রয়েছে।

আতঙ্কে গৃহবন্দি জনজীবন, বাংকার নির্মাণে ব্যস্ত জনগণ

নিয়ন্ত্রণরেখা (এলওসি) ঘেঁষা অঞ্চলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রায় ১৫ লাখ মানুষ যেকোনও সময় হামলার শিকার হওয়ার ভয়ে বাংকার নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছে।  

চাকোঠি এলাকার এক দোকানি ইফতেখার আহমদ মির বলেন, এক সপ্তাহ ধরে আমরা সব সময় আতঙ্কে আছি। বাচ্চারা স্কুল থেকে ফিরলেই যেন বাড়ির বাইরে না যায়, তা নিশ্চিত করছি।  

যাদের সামর্থ্য আছে, তারা মাটির নিচে কংক্রিট দিয়ে মজবুত বাংকার তৈরি করছেন।  

শিশুদের যুদ্ধকালীন প্রশিক্ষণ!

মুজাফফরাবাদ শহরে জরুরি সেবাকর্মীরা ইতোমধ্যে শুরু করেছেন শিক্ষার্থীদের যুদ্ধকালীন প্রাথমিক প্রশিক্ষণ। শিশুদের শেখানো হচ্ছে প্রাথমিক চিকিৎসা, আগুন নেভানো এবং আহতদের বহনের কৌশল।  

১১ বছর বয়সী আলি রেজা বলে, আমরা শিখেছি কীভাবে স্ট্রেচারে করে কাউকে নিয়ে যাওয়া যায়, আগুন নেভাতে হয়, আর আহত হলে কী করতে হয়।  

যুদ্ধোন্মাদনার মধ্যেও অস্বীকারের সুর পাকিস্তানে

পেহেলগামের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, ভারতের সম্ভাব্য হামলার ব্যাপারে তারা ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ পেয়েছে। সেসঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেকোনও আগ্রাসনের জবাব কঠোরভাবে দেয়া হবে। 

দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন সামরিক উত্তেজনা কেবল উপত্যকাকে নয়, পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে বিপজ্জনক অনিশ্চয়তার মুখে।  

সবার দেশ/কেএম