Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১১, ৩ মে ২০২৫

আপডেট: ০২:১৪, ৩ মে ২০২৫

নারী কমিশন বাতিলসহ চার দফা দাবি

হেফাজতের মহাসমাবেশ আজ 

হেফাজতের মহাসমাবেশ আজ 
ফাইল ছবি

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছে সংগঠনটি।

হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে দলের কর্মী ছাড়াও সব শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে জানান, নারীবিষয়ক সংস্কার কমিশন কোরআনবিরোধী প্রতিবেদন তৈরি করেছে। এ কমিশন নারীসত্তার অবমাননা করেছে, ইসলামবিরোধী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।

সমাবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়ে হেফাজতের কেন্দ্রীয় নেতারা দাবি করেছেন, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার বাস ও লঞ্চে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, কমিশনের প্রস্তাব কোরআনের সঙ্গে সরাসরি সংঘর্ষিক।

চার দফা দাবির মধ্যে রয়েছে:

  • নারীবিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল,
  • সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল,
  • শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার এবং আওয়ামী শাসনামলে করা সব মামলা প্রত্যাহার,
  • ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি।

সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে।

গত কয়েকদিন ধরে মহাসমাবেশ সফল করতে হেফাজতের পক্ষ থেকে দেশব্যাপী প্রচার, গণসংযোগ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস জানিয়েছেন, সমাবেশে অন্তত পাঁচ লাখ মানুষের অংশগ্রহণ হবে বলে আশা করছি।

সবার দেশ/কেএম