Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১০, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ০২:১২, ২৭ অক্টোবর ২০২৫

পর্ণো তারকা আজিম-বৃষ্টির দোষ স্বীকার

পর্ণো তারকা আজিম-বৃষ্টির দোষ স্বীকার
ছবি: সংগৃহীত

পর্ণোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার আলোচিত বাংলাদেশি পর্ণো তারকা যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ও মেহেরা মাহাবুবের পৃথক দুই আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর বিচারক দুজনই তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির উপপরিদর্শক মিজানুর রহমান, তাদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে জবানবন্দি গ্রহণ করেন।

আরও পড়ুন <<>> আজিম-বৃষ্টির পর্ণো তারকা হয়ে ওঠার পেছনের গল্প

সিআইডি সূত্র জানায়, ২০ অক্টোবর ভোরে এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিটের যৌথ অভিযানে বান্দরবানের হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় পর্ণো ভিডিও তৈরির সরঞ্জামাদি—মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়। পরদিন আদালত তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।

তদন্তে জানা গেছে, তারা একাধিক আন্তর্জাতিক পর্ণো ওয়েবসাইটে নিজেরা তৈরি করা ভিডিও আপলোড করত এবং সোশ্যাল মিডিয়ায়—বিশেষ করে টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামে— এসব কনটেন্টের প্রচারণা চালাতো। শুধু তাই নয়, তারা বিভিন্ন বার্তা দিয়ে অন্যদেরও এ শিল্পে যুক্ত হওয়ার আহ্বান জানাতো।

তদন্ত কর্মকর্তারা মনে করছেন, এ যুগল কেবল নিজেরাই নয়, বরং অন্যদেরকেও পর্ণো ইন্ডাস্ট্রিতে টেনে আনার প্রচেষ্টা চালাচ্ছিলো।

সবার দেশ/কেএম

সর্বশেষ