৪৬তম বিসিএস: মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রথম পর্যায়ে সাধারণ ক্যাডারের ৯৭৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৌখিক পরীক্ষাগুলো ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি (সাধারণ ক্যাডার)
| তারিখ | বার | সময় | প্রার্থীর সংখ্যা | রেজিস্ট্রেশন নম্বর |
|---|---|---|---|---|
| ২৮ ডিসেম্বর | রোববার | সকাল ১০টা | ১৯৫ জন | ১১০০০৬৭৫ থেকে ১৮০২৫৯১৭ |
| ২৯ ডিসেম্বর | সোমবার | সকাল ১০টা | ১৯৫ জন | ১১০০১৩৭৬ থেকে ১৮০২৫৯৩৬ |
| ৩০ ডিসেম্বর | মঙ্গলবার | সকাল ১০টা | ১৯৫ জন | ১১০০০৬৪৩ থেকে ১৮০২৪৮৩২ |
| ৩১ ডিসেম্বর | বুধবার | সকাল ১০টা | ১৯৫ জন | ১১০০১৮৬৫ থেকে ১৮০২২৭৮০ |
প্রার্থীদের জন্য নির্দেশনা
-
Form-1 ও Form-3 জমা দেওয়া বাধ্যতামূলক: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে BPSC Form-1 ডাউনলোড করে হাতে পূরণ করতে হবে। ফরমের তিনটি কপি এবং সকল আনুষঙ্গিক কাগজপত্রের তিনটি সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার দিন বোর্ডে জমা দিতে হবে।
-
Form-3 অনলাইনে পূরণ: মৌখিক পরীক্ষার আগে BPSC Form-3 অনলাইনে বাংলায় পূরণ করে জমা দিতে হবে। ফরমের দুটি কপিও বোর্ডে জমা দিতে হবে। ফরম পূরণের নির্দেশনা টেলিটক-এর মাধ্যমে এসএমএসে প্রেরিত হবে।
-
কাগজপত্রের স্ক্যান করা কপি আপলোড: মৌখিক পরীক্ষার আগেই সব কাগজপত্রের স্ক্যান করা কপি গুগল ফরমে আপলোড করতে হবে।
-
সাক্ষাৎকারপত্র: কোনো প্রার্থীর কাছে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। কমিশন কর্তৃক মৌখিক পরীক্ষার সূচি ঘোষণার পর প্রার্থীরা ওয়েবসাইট থেকে নিজস্ব সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে হবে।
-
ফরম ও কাগজপত্র জমা না দিলে: BPSC Form-1 এবং প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
মেডিকেল ও অন্যান্য সনদপত্র
-
মেডিকেল/বিডিএস ডিগ্রিধারী প্রার্থীদের বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ এবং অন্যান্য ডিগ্রির সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
-
‘অ্যাপিয়ার্ড’ (Appeared) প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ উল্লেখসহ প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
-
ওজন, উচ্চতা ও বুকের মাপ সংক্রান্ত বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের প্রত্যয়নপত্র জমা দিতে হবে, যেখানে প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকবে।
-
সরকারি চাকরিতে নিয়োজিত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র (Clearance Certificate) জমা দিতে হবে।
-
ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রদত্ত সত্যায়িত কপি জমা দিতে হবে।
-
BPSC Form-1 যথাযথভাবে যাচাইয়ের পর ত্রুটিমুক্ত আবেদনপত্রের বিপরীতে প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।
সবার দেশ/এফএস




























