পাল্টাপাল্টি বিক্ষোভে দিনভর উত্তেজনা
হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তপ্ত কুমিল্লা

‘কুমিল্লার বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে’—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এ মন্তব্য ঘিরে কুমিল্লার দেবিদ্বারে দিনভর পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। উভয় পক্ষের অবস্থান ও ক্ষোভকে ঘিরে এলাকায় বিরাজ করেছে আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা।
মঙ্গলবার (২০ মে) বিকেলে দেবিদ্বার উপজেলা সদরে পৃথকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে বিএনপি ও এনসিপি-ছাত্রজনতা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
এনসিপি ও ছাত্রজনতার প্রতিবাদ
বিকেল সাড়ে ৩টায় ‘হাসনাত আব্দুল্লাহকে হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে’ দেবিদ্বার জেলা পরিষদ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপির ছাত্র ও যুব কর্মীরা। মিছিলটি উপজেলা পরিষদ হয়ে শেষ হয় মুক্তিযুদ্ধা চত্বরে।
এ সময় বক্তব্য রাখেন—জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, এনসিপির উপজেলা নেতা শামীম কাউসার, জালাল আহমেদ, আসিফ হোসেন ফয়সাল, ছাত্রনেতা রকিবুল হাসান হৃদয়, আহত কর্মী তুষার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিয়াম ইসলাম, ইয়াছিন আরাফাত ও তানভীর আহম্মেদ প্রমুখ।
বিএনপির পাল্টা কর্মসূচি
একই দিন বিকেল ৪টায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা দেবিদ্বারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সীর বাসভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ ঘুরে একই চত্বরে এসে শেষ হয়।
এ সময় বক্তব্যে ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী বলেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির শহীদদের অপমান করেছে। তাকে আগামী সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
উপস্থিত ছিলেন ফারজানা বুবলী, সুফিয়া বেগম, অধ্যাপক সুলতান কবির, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, সাহাজ উদ্দিন সাজু, এনামুল হক, রবিউল আউয়াল সাইফুলসহ বিএনপির স্থানীয় নেতারা।
কী বলেছিলেন হাসনাত?
গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন- আপনারা ভুলে গেলে চলবে না আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি। কিন্তু তাদের যারা ডোনার, যে অর্থ ব্যবস্থা, সেটি এখনো ঠিক-ঠাক। আওয়ামী লীগের রাজনীতি এখনও তাদের টাকায় চলে। বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।
তিনি আরও বলেন, এখানে (সমাবেশে) বিএনপির আপনারা যারা রয়েছেন আমাদের শত্রু ভাইবেন না। এটা আমি আপনাদের ভালোর জন্যই বলছি। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের উচিত আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দেয়া। আওয়ামী লীগের সব অর্থ বাজেয়াপ্ত করা।
হাসনাতের বক্তব্য একদিকে বিএনপির নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, অন্যদিকে নিজের দল এনসিপির অবস্থানকেও জোরালোভাবে তুলে ধরেছে। তবে এতে স্থানীয় রাজনীতিতে বাড়ছে উত্তেজনা ও বিভাজন, যা আগামদিনে আরও সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবার দেশ/কেএম