ভোলায় পরিবহন শ্রমিকদের হাতাহাতি, সব রুটে চলাচল বন্ধ
ভোলার চরফ্যাশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনার জেরে ভোলা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। ফলে রোববার (২৭ এপ্রিল ২০২৫) সন্ধ্যা থেকে ভোলা-চরফ্যাশনসহ জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস এবং সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।