মৃত্যুশূন্য দিন
দেশে নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি জুন মাসে এখন পর্যন্ত মোট ৮২ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
একই সময়ে ১৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে।
এর আগে সর্বশেষ ৬ জুন (বৃহস্পতিবার) একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫৩৯ জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমণের ঘোষণা দেয় সরকার। একই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। তিন বছরেরও বেশি সময় পর, ২০২৩ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে আর বিবেচনা না করার ঘোষণা দেয়।
২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশে করোনার নতুন উপধরন জেএন.১ শনাক্ত হয়, যা অমিক্রন ভ্যারিয়েন্টের একটি ধরন। দ্রুত সংক্রমণের সক্ষমতার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভ্যারিয়েন্টকে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে ঘোষণা করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সবার দেশ/এফএস




























