Sobar Desh | সবার দেশ লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৪, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৪৪, ১৩ আগস্ট ২০২৫

তিস্তার পানি বিপৎসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তার পানি বিপৎসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত
ছবি: সংগৃহীত

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, স্বাভাবিক সময়ে তিস্তার পানি ৫২.১৫ মিটার লেভেলে থাকার কথা, কিন্তু এদিন সকাল থেকে তা দ্রুত বৃদ্ধি পেয়ে ৫২.২০ মিটারে পৌঁছায়। এতে হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। ফসলি জমি তলিয়ে যাচ্ছে, এবং নদীর তীরবর্তী মানুষজন বন্যা ও নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন।

তিস্তা ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম জানান, পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল অব্যাহত থাকায় পানি বৃদ্ধির প্রবণতা রয়েছে। তিস্তার নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে নদীর পানি আগেই বাড়ছিল, তবে মঙ্গলবার রাত থেকে উজানের ঢল নামায় পানি হঠাৎ বেড়ে যায়। পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ