Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:১১, ৮ অক্টোবর ২০২৫

যানজটের কারণে বাইকে চড়ে পরিদর্শনে গেলেন উপদেষ্টা ফাওজুল কবির

যানজটের কারণে বাইকে চড়ে পরিদর্শনে গেলেন উপদেষ্টা ফাওজুল কবির
যানজটের কারণে বাইকে চড়ে গন্তব্যস্থলে যান উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোডে ভয়াবহ যানজটে তিন ঘণ্টা আটকে থেকে শেষ পর্যন্ত মোটরসাইকেলে চড়ে গন্তব্যে পৌঁছালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে তিনি এ ভোগান্তির শিকার হন।

পরিদর্শন শেষে সরাইল-বিশ্বরোড মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, যানজটের মূল কারণ ট্রাফিক শৃঙ্খলার অভাব। আমি দেখেছি, যদি ট্রাফিক সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যেতো, তাহলে এত সমস্যার সৃষ্টি হতো না।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ঢাকায় ফিরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। তার মতে, হাইওয়ে পুলিশের দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না। আগে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

ফাওজুল কবির জানান, যানজট নিরসনে সরাইল-বিশ্বরোড মোড়ে একটি উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া, বর্ষাকালের দুর্ভোগ বিবেচনায় আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত সড়কের বেহাল অংশ ঢালাই করার নির্দেশ দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ১২ কিলোমিটার অংশে খানাখন্দ, রাস্তার সংকীর্ণতা ও ট্রাফিক বিশৃঙ্খলার কারণে প্রতিনিয়ত ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। আজ সড়ক পরিদর্শনে এসে উপদেষ্টা নিজেই সে চরম অব্যবস্থাপনার শিকার হন।

স্থানীয় পরিবহন শ্রমিক ও যাত্রীদের অভিযোগ, সড়ক সংস্কার প্রকল্পের কাজ ধীরগতির হওয়ায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তবে উপদেষ্টা ফাওজুল কবিরের পরিদর্শনের পর এলাকাবাসীর প্রত্যাশা, এবার হয়তো দীর্ঘদিনের এ দুর্ভোগের অবসান ঘটবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ