বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল: ২৪ ঘণ্টার মধ্যে গেজেট জারির নির্দেশ
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রেখে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি শশাঙ্গ শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৬১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেন।
রায়ে নির্বাচন কমিশনের বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়েছে। রিটকারীদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে গত ১০ নভেম্বর হাইকোর্ট মৌখিক রায়ে ইসির সিদ্ধান্ত বাতিল করে আগের চারটি আসন ফেরত দেয়ার নির্দেশ দেন। আজ প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে সে নির্দেশনা কার্যকর রাখার পাশাপাশি দ্রুততম সময়ে গেজেট জারির সময়সীমা বেঁধে দেয়া হলো।
চূড়ান্ত গেজেট অনুযায়ী গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করেছিলো। সে বিভাজন অনুযায়ী বাগেরহাট-১ হয়েছিলো বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট; বাগেরহাট-২—ফকিরহাট, রামপাল ও মোংলা; এবং বাগেরহাট-৩—কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা।
কিন্তু আসল বিন্যাস ছিলো—
- বাগেরহাট-১: চিতলমারী–মোল্লাহাট–ফকিরহাট
- বাগেরহাট-২: বাগেরহাট সদর–কচুয়া
- বাগেরহাট-৩: রামপাল–মোংলা
- বাগেরহাট-৪: মোরেলগঞ্জ–শরণখোলা
হাইকোর্টের রায়ে এ চার আসনই বজায় রেখে পুনরায় গেজেট প্রকাশে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো।
সবার দেশ/কেএম




























