Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ১৬ এপ্রিল ২০২৫

আসনপ্রতি লড়বেন ৯৭ জন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার
ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল)। এবারের পরীক্ষায় ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রথমবারের মতো শুধুমাত্র খুলনায় নয়, এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার বুয়েট এবং রাজশাহীর রুয়েট কেন্দ্রে। নিজস্ব ব্যবস্থাপনায় নেয়া এ ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর বিপুল অংশগ্রহণে দেশজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ১৭ এপ্রিল

প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা অনুষদের এই ইউনিটে অংশ নেবে মোট ১৪ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে অনেকেই পরীক্ষা দেবেন খুলনার ছয়টি কেন্দ্রে— খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, রেভারেন্ড পলস্ হাই স্কুল, কেসিসি উইমেন্স কলেজ এবং সরকারি মহিলা কলেজে।

চারুকলা অনুষদের জন্য নির্ধারিত ড্রইং পরীক্ষা অনুষ্ঠিত হবে একইদিন দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত।

এছাড়া, দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষা। এ ইউনিটে খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবেন ৪ হাজার ১৫৪ জন পরীক্ষার্থী।

ঢাকায় ২১ হাজার, রাজশাহীতে ৮ হাজারের বেশি পরীক্ষার্থী

চলতি বছর পরীক্ষাকেন্দ্রের পরিধি বাড়ানো হয়েছে। ঢাকার বুয়েট কেন্দ্রে অংশ নেবেন ১২ হাজার ১০৪ জন এবং রাজশাহীর রুয়েট কেন্দ্রে পরীক্ষায় বসবেন ৭ হাজার ৮৫৫ জন।

১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে ‘বি’ ইউনিটের (জীব বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি’ ইউনিটে খুলনার তিনটি কেন্দ্রে অংশ নেবেন ৭ হাজার ৮৭৪ জন, ঢাকায় ১৩ হাজার ৬৮৪ জন এবং রাজশাহীতে ৬ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী। অন্যদিকে, ‘এ’ ইউনিটে খুলনায় অংশ নেবেন ১১ হাজার ১৫৬ জন, ঢাকায় ২১ হাজার ৫৬০ জন এবং রাজশাহীতে ৮ হাজার ৪৬৩ জন।

স্থাপত্য বিভাগের ভর্তি ড্রইং পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, গুচ্ছ পদ্ধতির বাইরে গিয়ে আমরা এবার নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছি। পরীক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথম খুলনার পাশাপাশি ঢাকা ও রাজশাহীতেও পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন অধ্যায়।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা ও আপডেট জানতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং নির্ধারিত পরীক্ষাকেন্দ্রগুলোর বিজ্ঞপ্তি অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন