Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ২৬ এপ্রিল ২০২৫

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫ শতাধিক

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫ শতাধিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের নিকটবর্তী শহীদ রাজাই বন্দরে শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) একটি ভয়াবহ বিস্ফোরণ সংঘটিত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, একটি গ্যাস ট্যাঙ্কারে এ বিস্ফোরণ ঘটে, যার ফলে পশ্চিম বন্দর আব্বাসের কিছু শিল্প এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এ ঘটনায় কমপক্ষে ৫১৬ জন আহত হয়েছেন। তবে, সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-এর প্রতিবেদনে আহতের সংখ্যা ৪০৬ উল্লেখ করা হয়েছে।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, এবং তদন্ত চলমান রয়েছে। ইরানের হরমুজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানিয়েছেন, উদ্ধার ও প্রতিক্রিয়া দলগুলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। আহতদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে।

শহীদ রাজাই বন্দর, তেহরান থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দক্ষিণে এবং হরমুজগান প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ইরানের অন্যতম উন্নত কন্টেইনার বন্দর, যেখান দিয়ে বিশ্বের তেল উৎপাদনের এক-পঞ্চমাংশ পরিবহণ হয়। ঘটনাস্থল থেকে প্রচারিত ভিডিওতে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে, যা বিস্ফোরণের তীব্রতা নির্দেশ করে।

বিস্ফোরণের ফলে আশেপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। তবে, হতাহতের সংখ্যা বা সম্ভাব্য ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশিত হয়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন