Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩৮, ১১ জুলাই ২০২৫

কুয়েতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান

কুয়েতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান
ছবি: সংগৃহীত

কুয়েতে গত দুই মাসে প্রায় ৬,৩০০ জন অবৈধ প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মে ও জুন মাসে রেসিডেন্সি ও শ্রম আইন কঠোরভাবে প্রয়োগের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম এবং কারাগার বিভাগের ডিপোর্টেশন ও ডিটেনশন বিভাগ থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, অবৈধ বসবাসকারী ও কাজ করা প্রবাসীদের দ্রুত শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছে।

ফেরত পাঠানো ব্যক্তিদের অধিকাংশ আইন প্রয়োগকারী বিভাগের হাতে আটক হওয়ার পর ডিপোর্টেশন বিভাগে পাঠানো হয় এবং অনেকে আদালতের আদেশক্রমে দেশে ফেরত যান। এছাড়াও আটক ব্যক্তিদের মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা প্রদানে গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, রেসিডেন্সি ও শ্রমবাজার ব্যবস্থাপনায় কঠোরতা আরোপের অংশ হিসেবে এই অভিযান আরও জোরদার করা হয়েছে, যাতে অভিবাসন আইন সুষ্ঠভাবে বাস্তবায়িত হয়।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ