Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৩, ২ নভেম্বর ২০২৫

আপডেট: ০৯:২২, ২ নভেম্বর ২০২৫

আতঙ্কে যাত্রীরা

ইংল্যান্ডে ট্রেনে তাণ্ডব: এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত ৯

ইংল্যান্ডে ট্রেনে তাণ্ডব: এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত ৯
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ক্যামব্রিজের কাছে একটি ট্রেনের ভেতর এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ৯ জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

শনিবার সন্ধ্যায় হান্টিংডন স্টেশনের কাছে চলন্ত ট্রেনের মধ্যে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। যাত্রীদের আর্তচিৎকারে মুহূর্তেই ট্রেনজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং সন্ত্রাসবিরোধী ইউনিটও তদন্তে সহায়তা করছে। পুলিশের ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত নাও হতে পারে, তবে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিন্টেনডেন্ট ক্রিস কেসি সাংবাদিকদের বলেন, আমরা জরুরি ভিত্তিতে তদন্ত চালাচ্ছি। কী ঘটেছিলো, কেন ঘটেছিলো—তা নির্ধারণে সময় লাগবে। এ পর্যায়ে কোনো অনুমান করা ঠিক হবে না।

ক্যামব্রিজশায়ার পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে হান্টিংডন স্টেশনে তাদের ডাকা হয়। স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতর থেকে উদ্ধার করা আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো একাধিক ট্রেন সার্ভিস সাময়িকভাবে স্থগিত করেছে, যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স-এ দেয়া এক বিবৃতিতে বলেন, 

হান্টিংডনের কাছে ট্রেনে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ও উদ্বেগজনক। আহত সকলের প্রতি আমার গভীর সহমর্মিতা জানাই এবং দ্রুত পদক্ষেপ নেয়ায় জরুরি সেবা কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও আহ্বান জানান, স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের যেন পুলিশি পরামর্শ মেনে চলা হয় এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকা হয়।

এদিকে, পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়, তবে তদন্তকারীরা যাত্রীদের বয়ান নিচ্ছেন এবং ট্রেনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন।

ক্যামব্রিজ অঞ্চলে এর আগে এমন ঘটনা খুব কমই ঘটেছে, ফলে স্থানীয়রা গভীর উদ্বেগে পড়েছেন। হামলার পর ট্রেনটি জব্দ করে ফরেনসিক তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ